নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমেই এক ট্রলারে ধরা পড়ল ১৭০ মণ ইলিশ
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১০:২৬ এএম
নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটা উপকূলে এক ট্রলারের জালে ধরা পড়েছে প্রায় ১৭০ মণ ইলিশ। তবে ট্রলারে এত পরিমাণ মাছ বহন সম্ভব না হওয়ায় ১৪০ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরেছেন জেলেরা। পরে মাছগুলো আকার অনুযায়ী মণপ্রতি ২২ থেকে ২৭ হাজার টাকা দরে বিক্রি করে প্রায় ৩১ লাখ ৫০ হাজার টাকা আয় করেছেন তারা।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে এফবি সাফওয়ান-৩ নামের ট্রলারটি বিপুল পরিমাণ ইলিশ নিয়ে পাথরঘাটা উপজেলার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে পৌঁছায়।
খোঁজ নিয়ে জানা যায়, ২৯ অক্টোবর পাথরঘাটা থেকে ১৯ জন জেলে নিয়ে ট্রলারটি সাগরে যায়। কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলেন তারা। কিছুক্ষণ পর জাল টেনে তুলতেই তাতে ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে ট্রলারের তিনটি মাছ রাখার কল দ্রুত ভরে যায়। মাছের অতিরিক্ত ওজনের কারণে প্রায় ২৫ থেকে ৩০ মণ ইলিশ অন্য একটি ট্রলারে তুলতে হয়।
পরে ট্রলারভর্তি মাছ নিয়ে জেলেরা ঘাটে ফিরে সাইফ ফিশ নামের আড়তে ৩১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন।
ট্রলারের মাঝি রুবেল বলেন, জাল টেনে তুলতেই দেখি ইলিশে জাল ভরে গেছে। তিনটি কল ভরে যাওয়ার পরও জায়গা না থাকায় কিছু মাছসহ জালের অংশ কেটে ফেলতে হয়েছে।
ট্রলারের মালিক মানিক মিয়া বলেন, সাগরে অনেক দিন ধরেই তেমন মাছ মিলছিল না। নিষেধাজ্ঞা শেষে একবারে এত মাছ পাওয়ায় আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারব।
পাথরঘাটা বিএফডিসি ঘাটের মৎস্য গবেষক বিপ্লব কুমার সরকার বলেন, ডিম ছাড়ার সময় মা ইলিশ নদীতে আসে এবং পরে সাগরে ফিরে যায়। ইলিশ সাধারণত ঝাঁকে থাকে—সম্ভবত ওই ট্রলারটি একটি বড় ঝাঁকের ওপর জাল ফেলেছিল বলেই এত বেশি মাছ ধরা পড়েছে।



