Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম

চট্টগ্রামে জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ছাত্র জনতা সর্বস্তরের আন্দোলনকারীরা, ৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল চারটার সময় কালুরঘাট বিসিক শিল্প এলাকা হতে কাজির হাট, চাঁন্দগাও কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। এই সময় শত শত আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও এলাকা।

দুপুর তিনটার পর থেকে অত্র এলাকায় অবস্থান করেন আন্দোলনকারীরা।

এ সময় তারা সন্ত্রাস, চাঁদাবাজি, সিন্ডিকেট, লুটপাট দখলদার এবং মাদকদ্রব্য কারবারিদের হুঁশিয়ারি করেন। জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের উপদেষ্টা মোঃ মিজানুর রহমান বাবু মিছিল ও প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেন। উনি বলেন, কোন প্রকার চাঁদাবাজি, দখলদার সন্ত্রাস থাকতে পারবে না। আমরা বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে এক হয়ে এসব অন্যায়কে দেশ ও সমাজ থেকে চিরতরে বিদায় জানাব।

এতে উক্ত সংগঠনের আহ্বায়ক মোঃ আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন মিয়াঁ কোম্পানি , সচিব মোহাম্মদ হানিফ আহমেদও বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জাহাঙ্গীর , মোঃ শাহজাহান, নুর নবী সও, নুরুল আক্তার চুন্নু, সাইফুদ্দিন আহমেদ, বাহাদুর জামাল, হারুন সহ মোহরা এবং চাঁন্দগাও এলাকার অনেক সচেতন নাগরিকবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন