Logo
Logo
×

সারাদেশ

জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পিএম

জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

ছবি-যুগের চিন্তা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা : জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা ও উপজেলা জলবায়ু পরিষদের আয়োজন বৃহস্পতিবার দিনব্যাপী অভিনন্দন কনভেনশন সেন্টারে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

জলবায়ু পরিষদের সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়েত ইসলামীর শ্রমিক কল্যান ফেডারেশনের এ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, এনসিপি-র ড.আতিক মুজাহিদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অধ্যক্ষ মুহা: নূর বখ্ত,গণ অধিকার পরিষদের আব্দুল্লাহ মিয়া বাবলু এবং সিপিবি’র নূর মোহাম্মদ আনসার ইএসডিও’র একশন টু ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক গোলাম ফারুক, লাইভলিহুড এন্ড এ্যাগ্রিকালচার অফিসার সোহেল রানা প্রমুখ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা জলবায়ু পরিষদের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে ১৫টি দফা অন্তর্ভূক্তির জন্য অঙ্গীকারে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,সুশীল সমাজ,এনজিও, সামাজিক সংগঠন,গণমাধ্যমকর্মী, ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন,জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধি,অনিয়মিত ও তীব্র বৃষ্টিপাত, বন্যা ও ঘূর্ণিঝরের মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে নদী উপচে বন্যার সৃষ্টি যা কৃষি, খাদ্য, পানীয় জল, এবং জীবনযাত্রার ওপর মারাত্মক প্রভাব ফেলছে এবং মানুষকে গৃহহীন ও স্থানান্তরিত করতে বাধ্য করছে।

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ এবং ১৬ নদ-নদী দ্বারা বেষ্টিত কুড়িগ্রামে প্রভাব পড়তে শুরু করেছে মারাত্মক ভাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন