Logo
Logo
×

সারাদেশ

মিথ্যা ও মানহানিকর মানববন্ধনের প্রতিবাদ কিশোরগঞ্জে

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৩:০৫ পিএম

মিথ্যা ও মানহানিকর মানববন্ধনের প্রতিবাদ কিশোরগঞ্জে

ছবি : যুগেরচিন্তা

মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করে মানহানির অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জের আইনজীবী ফরিদ উদ্দিন আহমদ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমদ বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ এনে স্থানীয় একটি কুচক্রি মহল গত ২৫ অক্টোবর জেলার ইটনা উপজেলার আমীরগঞ্জ বাজারে অনুষ্ঠিত একটি মানববন্ধন করে। যার ফলে আমার মানহানি ও দীর্ঘদিনের পারিবারিক সুনাম নষ্ট হয়েছে।

অ্যাডভোকেট ফরিদ উদ্দিন জানান, প্রকৃত ঘটনা হচ্ছে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা মৌজায় আমার মালিকানাধীন পৈতৃক জমি জালিয়াত চক্রের সদস্য লেলিন ও জেরিন নামে দুই ভাই নিজেদের নামে নামজারি ও জমাখারিজ করে মালিক বনে যায়। বিষয়টি অবগত হয়ে প্রতিকার চাইতে আদলতে মিস আপিল মোকদ্দমা দায়ের করি। পাঁচ বছর মামলা চলার পর আদালত ওই দুই ভাইয়ের নামজারি ও জমাখারিজ বাতিল করে রায় দেন। কিন্তু পরবর্তীতে লেলিন ও জেরিন গোপনে আদালতের রায় উপেক্ষা করে ইটনা উপজেলার নয়াহাটি গ্রামের ভুমিদস্যু মো. জাহাঙ্গিরের কাছে উক্ত জমি বিক্রী করে দেন।

অ্যাডভোকেট ফরিদ উদ্দিন জানান, এ অবস্থায় জুডিশিয়াল ম্যাজিন্ট্রেট আদালতে ফৌজদারী মোকদ্দমা দায়ের করলে বিচারক লেলিন ও জেরিন দুই ভাইয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর হত ১৫ সেপ্টেম্বর জেলা দায়রা জজ আদালতের বিচারকের নির্দেশে জেল-হাজতে পাঠানো হয়। পরে আসামী পক্ষের লোকজন মিথ্যা ও কাল্পনিক অভিযোগ এনে মানহানিকর মানববন্ধন করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আবদুস ছাত্তার, অ্যাডভোকেট খোকন, অ্যাডভোকেট শওকত প্রমূখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন