Logo
Logo
×

সারাদেশ

আরাকান উপকূলে বাংলাদেশি ট্রলারসহ ৭ জেলে আটক করেছে আরাকান আর্মি

Icon

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১২:১৮ পিএম

আরাকান উপকূলে বাংলাদেশি ট্রলারসহ ৭ জেলে আটক করেছে আরাকান আর্মি

মায়ানমারের আরাকান রাজ্যের উপকূলীয় জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলারসহ সাতজন জেলেকে আটক করেছে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের শাওন নামে এক ব্যক্তির মালিকানাধীন ট্রলারটি সাগরে মাছ ধরার পর ফেরার পথে আরাকান আর্মির হাতে পড়ে। ট্রলারটিতে সাতজন জেলে ছিলেন।

মায়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, ২৮ অক্টোবর আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা উপ-ইউনিট সমুদ্রপথে টহল জোরদার করে। টহলের সময় আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করে মাছ ধরতে থাকা বাংলাদেশি ট্রলারগুলো শনাক্ত করা হয়।

পরে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মংডু টাউনশিপের একরাজা গ্রাম উপকূল থেকে প্রায় ২ দশমিক ১৪ কিলোমিটার পশ্চিমে একটি কাঠের মাছ ধরার ট্রলারসহ সাতজন জেলেকে আটক করা হয়। ট্রলার থেকে তিনটি মাছ ধরার জাল এবং প্রায় ২৬০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত আরাকান আর্মি দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে ১৮৮ জন বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা বাংলাদেশে ফেরত দিয়েছিল। তবে বর্তমানে অনুপ্রবেশকারী জেলেদের স্থানীয় আইন অনুযায়ী আটক ও বিচারাধীন রাখা হচ্ছে বলে জানিয়েছে গ্লোবাল আরাকান নেটওয়ার্ক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন