ছবি : সংগৃহীত
বগুড়ার বিবিরপুকুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইলিয়াস হোসেন সিফাত (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় রহিম তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুপচাঁচিয়া উপজেলার চক সুকানগাড়ি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ইলিয়াস হোসেন সিফাত (২৫)। সম্প্রতি তার বাবা মারা গেছেন। পরিবারের একমাত্র ছেলে সিফাতের একটি ছোট বোন রয়েছে। এছাড়া গতকাল রোববারই সিফাত ওমরা হজ্ব শেষ করে বগুড়ায় ফিরেছিলেন। তিনি ডালিয়া নার্সিং কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, ‘সিফাত মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বিবিরপুকুর এলাকায় সামনে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে তিনি বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’



