Logo
Logo
×

সারাদেশ

সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষে আহত দুই শতাধিক

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০১:০৫ পিএম

সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষে আহত দুই শতাধিক

ঢাকার সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) রাতে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় সংঘটিত এই ঘটনায় উভয় পক্ষের অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। রাতভর সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হলেও, শিক্ষার্থীদের অভিযোগ— আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সহায়তা পাননি তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের পাশে বসেছিলেন সিটি ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাদের একজন অসর্তকতাবশত থুথু ফেললে তা মোটরসাইকেলযোগে যাওয়া ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে পড়ে। এ ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির অর্ধশতাধিক শিক্ষার্থী ড্যাফোডিলের শিক্ষার্থীদের হোস্টেলে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে ঘটনাটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ড্যাফোডিলের শিক্ষার্থীরা একত্রিত হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়, যা গভীর রাত পর্যন্ত চলে।

শিক্ষার্থীরা জানান, ড্যাফোডিলের শিক্ষার্থীরা একপর্যায়ে সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবন, ক্যান্টিন ও যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পুড়িয়ে দেওয়া হয় পাঁচটি বাস, তিনটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস। এ সময় ক্যান্টিন ও অফিস থেকে নথিপত্র ও টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

সিটি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সজিব বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিলের প্রায় হাজার খানেক শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে হামলা চালায়। তারা সারারাত তাণ্ডব চালিয়ে পুরো ক্যাম্পাস তছনছ করে দিয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষে তাদের ৭০-৮০ জন শিক্ষার্থী এবং তিন-চারজন শিক্ষক আহত হয়েছেন।

ড্যাফোডিল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান বলেন, অসর্তকতাবশত থুথু পড়ার ঘটনাটি ‘সরি’ বলেই সমাধান হয়ে গিয়েছিল। কিন্তু রাতে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিলের মেসে হামলা চালায়— যা অনাকাঙ্ক্ষিত।

ড্যাফোডিলের প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়া জানান, এখনও আমাদের নয়জন শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটিতে আটকে রাখা হয়েছে। প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।

অন্যদিকে সিটি ইউনিভার্সিটির প্রক্টর অধ্যাপক আবু জায়েদ বলেন, ঘটনার সূত্রপাত নিয়ে আমরা নিশ্চিত নই। ছাত্রদের মধ্যে মারামারি থেকে ক্যাম্পাস পুড়িয়ে দেওয়ার ঘটনা পরিকল্পিত বলেই মনে হচ্ছে। আমাদের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সংঘর্ষের পুরো সময়জুড়ে সাভার মডেল থানা বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো টহল দেখা যায়নি। ঘটনাটি নিয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, রাতভর সংঘর্ষে খাগান ও আশপাশের এলাকা আতঙ্কে ছিল। সোমবার সকাল পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা এখনো বিরাজ করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন