Logo
Logo
×

সারাদেশ

গহীন পাহাড়ের জিন্মিশালা থেকে আবারও উদ্ধার ৫, মানব পাচারকারী আটক ১

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম

গহীন পাহাড়ের জিন্মিশালা থেকে আবারও উদ্ধার ৫,  মানব পাচারকারী আটক ১

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের পাহাড়বাড়িতে জিম্মিশালা থেকে পৃথক অভিযান চালিয়ে ১৯ জনকে উদ্ধার করেছে বিজিবি, কোস্টগার্ড ও নৌ বাহিনী।

এর মধ্যে বিজিবির দুইটি অভিযানে উদ্ধার হয়েছে ১৪ জন আর আটক হয়েছেজনঅপর এক অভিযানে কোস্টগার্ডনৌ বাহিনীজনকে উদ্ধার করে এবং ১ জনকে আটক করেছে।

শনিবার দিনগত রাতে এসব অভিযান চালানোর তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফস্থ ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এবং কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর।

এর মধ্যে বিজিবির অভিযানে আটক ৩ জন হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার আমির হোসেনের মো. আবু তাহের (৬৯), আবু তাহেরের স্ত্রী দিলদার বেগম (৩৮), টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াাড়ার আলী হোসেনের ছেলে মোহাম্মদ শফি (৩২)।

এ অভিযানে ৭ পাচারকারি পালিয়ে যাওয়ার তথ্য জানিয়েছেন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায় মানবপাচারের সংগঠিত চক্র টেকনাফের নোয়াখালী পাড়ার আবু তাহেরের বাড়িতে ও দক্ষিণ লম্বরী এলাকার মোহাম্মদ শফির বাড়িতে বেশ কয়েকজন জিম্মিকে সমুদ্রপথে বাংলাদেশ থেকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে একত্রিত করে রেখেছে। সংবাদের প্রেক্ষিতে শনিবার দিনগত রাত সাড়ে ৯ টার দিকে আবু তাহেরের বাড়িটি ঘেরাও করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং মানবপাচার চক্রের সক্রিয়জনকে আটক করা হয়একই রাতে দেড় টার দিকে দক্ষিণ লম্বরী এলাকার মোহাম্মদ শফির বাড়িতে অপর আরেকটি অভিযান পরিচালনা করে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখাজনকে এবং মূল অভিযুক্ত মোহাম্মদ শফিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়

ঘটনায় বিজিবির পক্ষে নিয়মিত মামলা হয়েছে বলে জানান তিনি

অপরদিকে টেকনাফের হাবিরছড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে। এসময়  ১ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

রবিবার দুপুর ২ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর।

আটক পাচারকারী টেকনাফ সদর হাবিবছড়া এলাকার আব্দুস সালামের ছেলে মোহাম্মদ হাসান (৫৫)।

লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে নারীশিশুসহ একদল মানুষকে টেকনাফের হাবিরছড়া এলাকার গহীন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছেশনিবার দিনগত রাত ২টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি বিশেষ দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৪ জন নারী ও ১ জন শিশুসহ মোট ৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং একজন মানব পাচারকারীকে আটক করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাচারের ফাঁদে ফেলে। পাচারের আগে তাদের পাহাড়ি এলাকায় বন্দি করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হতো।

উদ্ধার ব্যক্তিদের ও আটক মানব পাচারকারীর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

টেকনাফ কেন্দ্রিক মানবপাচার ঠেকাতে একের পর এক ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে গত ১ মাসে ৪০৮ জন ভূক্তভোগীকে উদ্ধার এবং ৫১ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন