মিয়ানমার সীমান্তে গুলিতে টেকনাফে নারী আহত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১১:০৭ এএম
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। একই সময়ে স্থানীয় একটি দোকানের ছাউনিতে বিদ্ধ হওয়া আরও একটি গুলি উদ্ধারের তথ্য পাওয়া গেছে।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার কিছু আগে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত শূন্যরেখার কাছে লম্বাবিল গ্রামের বাঘঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছেনুয়ারা স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ছেনুয়ারাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
আহতের স্বামী আক্তার হোসেন বলেন, ‘বাড়ি ফেরার পথে আমার স্ত্রীর পায়ে হঠাৎ গুলি লাগে। এখন কক্সবাজার সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন। তিনি বলেন, ‘গুলি লাগার বিষয়টি নিশ্চিত। বিজিবির সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। জননিরাপত্তা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে।’
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে মিয়ানমারের মংডু জেলার ঢেকুবনিয়া এলাকায় গুলির শব্দ প্রায়ই শোনা যাচ্ছে। সূত্রের দাবি, সেখানে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি ও রোহিঙ্গা সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ চলছে।
স্থানীয় শিক্ষক রুহল আমিন বলেন, ‘ওপারে সংঘর্ষ বেড়েছে। আমরা সীমান্তবর্তী মানুষ আতঙ্কে আছি। আমাদের নিরাপত্তায় প্রশাসনকে আরও কঠোর হতে হবে।’
আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও বিজিবির একটি সূত্র জানিয়েছে, মিয়ানমার সীমান্তের ওপারে সংঘর্ষ ও এপারের আহতের বিষয়টি তাদের নজরে আছে। সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সার্বক্ষণিক তৎপরতা অব্যাহত থাকবে বলে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।



