Logo
Logo
×

সারাদেশ

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

Icon

কিশোরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১০:০৫ পিএম

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

কিশোগঞ্জের অষ্টগ্রামে একসঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশের খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া খালে এ ঘটনা ঘটে। অপ্রত্যাশিত এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের আহাজারিতে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা।

নিহত শিশুরা হলেন, আলীনগর পশ্চিমপাড়ার মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান সানিল (৫) ও আবুল কালামের ছেলে মিশকাত (৪)। নিহতরা সবাই সম্পর্কে চাচাতো ভাই।

ফায়ার সার্ভিস ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে বাড়ির পাশে মাহিন, সানিল ও মিশকাত খেলা করছিল। খেলা শেষে শিশুরা খালের পার দিয়ে বাড়িতে যাওয়ার সময় সবার অজান্তে খালের পানিতে পড়ে যায়। পানিতে পড়ে গেলে স্থানীয় লোকজন মাহিন ও মিশকাতকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে খরব পেয়ে অষ্টগ্রাম সদর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে নাজমুল হাসান সানিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল হক জানান, তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তবে হাসপাতালে আনার আগে তাদের মৃত্যু হয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, একসঙ্গে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন