শেরপুরে জামায়াত সভাপতির বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৬:০৬ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামে মুরগির লিটার পরিবহনকে কেন্দ্র করে এক যুবককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নুরুল ইসলাম (২৪), পিতা মো. সাইফুল ইসলাম, গ্রাম আম্বইল, ইউনিয়ন ভবানীপুর, থানা শেরপুর।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে নুরুল ইসলাম মুরগির লিটার নিয়ে যাওয়ার পথে লিটারবাহী গাড়ি নিয়ে যাওয়া নিয়ে বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে গাড়ির চালক, হেলপার ও ভবানীপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি নাহিদ তাকে ধাওয়া করে ধরে ভবানীপুর বাজারে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়, ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং তার কাছ থেকে নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন নুরুল ইসলাম।
পরবর্তীতে শেরপুর থানার এসআই বিকাশ ঘটনাস্থলে পৌঁছে নুরুল ইসলামকে উদ্ধার করেন এবং থানায় অভিযোগ করার পরামর্শ দেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।



