দুই দিন ধরে নিখোঁজ, মাদ্রাসা ছাত্র হাসিবের সন্ধান চায় পরিবার
লক্ষ্মীপুর প্রতিনিধি :
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম
ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগরে মো. হাসিব (১১) নামে এক শিশু শিক্ষার্থী ২দিন ধরে নিখোঁজ রয়েছেন। আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখোজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। হাসিব উপজেলায় হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া মিয়াপাড়া এলাকার আবদুল খালেক বেপারী বাড়ির প্রবাসী মো. আহসান উল্লার ছেলে। সে হাজিরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নিখোঁজ হাসিবের মা কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং-১০০০
হাসিবের মা নাহিদা ইয়াসমিন জানান, গত (২১ অক্টোবর) মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ছুটির পর বাসায় আসে হাসিব। পরে বিকালে সহপাঠীদের সঙ্গে খেলতে বের হয়। সন্ধ্যা গড়িয়ে রাত নয়টা নাগাদ বাসায় না ফেরায় পরিবার তাকে খুঁজতে বের হন। পরে আত্মীয় স্বজনদের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজাখোজি করে গত দুই দিন ধরে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। তাকে সন্ধান পেতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।
হাসিবের চিন্তায় মা নাহিদা ইয়াসমিন এবং বাবা আহসান উল্লাহ এখন দিশেহারা হয়ে পড়েছেন। শিশু হাসিবের সন্ধান কেউ পেয়ে থাকলে ০১৬৩২৫০২৫৯১ এই নম্বরে অথবা কমলনগর থানায় যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ‘এ ঘটনায় নিখোঁজ হাসিবের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ আন্তরিকভাবে কাজ করছেন।’



