তাফসীর মাহফিল সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল-আমিন সংস্থার সেক্রেটারি জেনারেল জনাব মুহাম্মদ আহসান উল্লাহ।
এদিকে তিনদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। এতে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা, ইসলামিক চিন্তাবিদ ও কারীগণ গভীর রাত পর্যন্ত তাফসীর ও প্রজ্ঞাময় আলোচনা পেশ করবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা সিরাজ উল্লাহ মাদানী, মাওলানা শোয়াইব বিন ইয়াহইয়া, মুফতী মুহাম্মদ, মাওলানা মাহমুদুল হোসাইন, মুফতী নাছির উদ্দিন, মাওলানা হাফেজ উসমান, মাওলানা শফিউল, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা ওজাইর হামিদী, মাওলানা আবুল হাশেম, মাওলানা ইশতিয়াক সিদ্দিকী, মুফতী রাশেদুল্লাহ প্রমুখ।



