জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুড়িগ্রামে আলোচনা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৭:০৬ পিএম
ছবি-যুগের চিন্তা
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিআরটিএ কুড়িগ্রাম সার্কেলের আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা।
এসময় বক্তব্য রাখেন সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মুহাইমেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্ত সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, নিরাপদ সয়ক চাই আন্দোলনের আহ্বায়ক মোঃ মকবুল হোসেন প্রমুখ।



