Logo
Logo
×

সারাদেশ

মেঘনায় ডুবে যাওয়া লাইটার জাহাজ এখনও উদ্ধার হয়নি

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১২:১৭ পিএম

মেঘনায় ডুবে যাওয়া লাইটার জাহাজ এখনও উদ্ধার হয়নি

মেঘনা নদীতে দুই লাইটার জাহাজের সংঘর্ষের দুই দিন পরও ডুবে থাকা ‘এমভি মডার্ন মেরিন-১৯’ উদ্ধার করা যায়নি। তবে রামগতি-ভোলা সীমান্তের তজুমদ্দিনের সেলিমের টেকের চরে আটকে থাকা ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ক্যাপ্টেন আবদুস সালামসহ ১৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর মঙ্গলবার দুপুর থেকে কোস্ট গার্ড স্টেশন রামগতির একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান চালায়। পরে ডুবে যাওয়া ‘এমভি মডার্ন মেরিন-১৯’ জাহাজ থেকে ১৩ জন ক্রুকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের পরবর্তীতে জাহাজের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে আলাদা অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।

রামগতি কোস্ট গার্ড ও জাহাজ মালিক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে কয়লা বোঝাই করে পায়রা বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এমভি মডার্ন মেরিন-১৯। 

গত সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে ভোলার তজুমদ্দিন এলাকায় পৌঁছালে অপর লাইটার জাহাজ এমভি উম্মে হাবিবার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ‘এমভি মডার্ন মেরিন-১৯’-এর তলদেশ ফেটে গিয়ে পানি ঢুকে পড়ে এবং জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে সেলিমের টেকের চরে আটকে যায়।

পরে জাহাজের ক্রুরা কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করলে রামগতি স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। তবে কয়লাভর্তি জাহাজটি এখনও ডুবে রয়েছে এবং উদ্ধারের অপেক্ষায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন