Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে মায়ের হাতে শিশু খুন

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ পিএম

কিশোরগঞ্জে মায়ের হাতে শিশু খুন

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বালতির পানিতে চাপা দিয়ে নিজের সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে শিশুর আপন মা তাহমিনা আক্তার মুন্নীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বাট্টা গ্রামের এ ঘটনা ঘটেছে। নিহত শিশু নূর হাসান তোহা (১ মাস) উপজেলার করগাঁও ইউনিয়নের বাট্টা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে মায়ের সঙ্গে ছিল শিশু তোহা। দুপুরের দিকে শিশুর বাবা নূর মোহাম্মদ বাড়িতে এসে দেখতে পান স্ত্রী তাহমিনা মাটিতে শুয়ে আছে। পরে শিশুকে খোঁজা শুরু করেন তিনি। একপর্যায়ে শিশুটির মা নিজে ঘরে বালতি দেখিয়ে দেন। পরে সেখান থেকে শিশুটির মরদেহ পায় তার বাবা। এ সময় শিশুর মা তাহমিনা আক্তার মুন্নী নিজেই হত্যার কথা স্বীকার করেন। এছাড়াও নানান অসংলগ্ন কথাবার্তা বলা শুরু করেন। একপর্যায়ে অচেতন হয়ে পড়েন তিনি।

স্থানীয়রা জানান, এর আগেও শিশুর মা অস্বাভাবিক আচরণ করতেন। এজন্য অনেকবার কবিরাজি চিকিৎসা করানো হয় পরিবার থেকে। নিজেই তার শিশুকে বালতির পানিতে চাপা দিয়ে হত্যা করে থাকতে পারেন বলেই ধারণা এলাকাবাসীর।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আমরা সংবাদ পেয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। শিশুর মা অসুস্থ থাকায় পরিবারের জিম্মায় চিকিৎসা চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান রয়েছে। মামলা হলে তদন্তের মাধ্যমে পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন