Logo
Logo
×

সারাদেশ

জেলা প্রশাসকের উপস্থিতি বিলম্ব, প্রোগ্রাম বর্জন সাংবাদিকদের

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৮:০৭ পিএম

জেলা প্রশাসকের উপস্থিতি বিলম্ব, প্রোগ্রাম বর্জন সাংবাদিকদের

ছবি : যুগেরচিন্তা

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের উপস্থিতি বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের পূর্ব নির্ধারিত পাগলা মসজিদ পরিচালনা বিষয়ক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সময় দেওয়া হয় বিকেল ৪ টায়। সময়ের আগে সাংবাদিকরাসহ আগত অতিথিরা সেখানে অবস্থান করলেও বেলা ৫ টা পর্যন্ত প্রোগ্রাম শুরু করতে পারেনি জেলা প্রশাসক ফৌজিয়া খান।

জানা যায়, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাগলা মসজিদ পরিচলনা বিষয়ক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। যেখানে সভাপতিত্ব করার কথা জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান। নির্ধারিত সময়ের আগে জেলায় কর্মরত সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়। বেলা ৫টা পর্যন্ত সেখানে জেলা প্রশাসক উপস্থিত হয়নি। সাংবাদিকরা জানতে পারেন জেলা প্রশাসক কয়েকজনকে নিয়ে নিজ কক্ষে গোপন বৈঠক বসেছেন। সেখানে বৈঠক শেষে প্রোগ্রামে যোগদান করবেন।

এ বিষয়ে জানতে সাংবাদিকরা জেলা প্রশাসকের কক্ষে কথা বলতে যানকক্ষে প্রবেশের সময় বাঁধা দেন অফিস সহকারি। এসময় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রিয়াদ হোসেন বাহিরে আসলে সাংবাদিকদের উপস্থিতি সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করতে বলা হয়। খবর দিবেন বলে ভেতরে যান এনডিসি। ১০-১৫ মিনিট পর অন্য দরজা দিয়ে সম্মেলন কক্ষে চলে যান ডিসি ফৌজিয়া খান।

উপস্থিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা জানান, একজন জেলা প্রশাসক নিজেই যদি সময়ের প্রতি গুরুত্ব না দেন তাহলে সাধারণ মানুষ বা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কিভাবে শৃঙ্খলাবদ্ধ থাকবে। তার গোপন বৈঠক থাকলে তিন সবাইকে জানাতে পারতেন। তা না করে সকলকে বসিয়ে রেখে গোপন বৈঠকের কি কারণ?

জেলা প্রশাসক গোপন বয়টক শেষে সম্মেলন কক্ষে আসলে সাংবাদিকরা পূর্ব নির্ধারিত প্রোগ্রাম দেরি হওয়ার কারণ জানতে চাইলে তিনি কোন সদোত্তর দিতে পারেননি। কক্ষের বাহিরে সাংবাদিকরা অবস্থা করছেন এই বিষয়টিও তার জানা নেই বলেও বলেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন