Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে অস্ত্রসহ মানবপাচারকারী আটক ১ , উদ্ধার ৬

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৬:২৫ পিএম

টেকনাফে অস্ত্রসহ মানবপাচারকারী আটক ১ , উদ্ধার ৬

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে মানবপাচারকারিদের জিম্মিশালা থেকে ৬ জনকে উদ্ধার করেছে বিজিবি। এসময় অস্ত্র ও গুলি সহ একজনকে আটক করা হলেও পালিয়ে গেছে পাচারকারি চক্রের ৮ সদস্য।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর থেকে টানা ৬ ঘন্টাব্যাপী টেকনাফের রাজারছড়া গহীন পাহাড়ে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

আটক পাচারকারি চক্রের সদস্য টেকনাফের রাজারছড়া এলাকার মো. হোছনের পুত্র মো. রুবেল (২০)।

অভিযানে ৮ জন পালিয়ে গেলেও তাদের নাম পরিচয় শনাক্ত করেছে বিজিবি। তারা হলেন, মিঠাপানির ছড়ার আব্দুল্লাহ (২৬), রিয়াজ (৩০), মো. হোছন (৪৬), আনোয়ারা বেগম (৪০), রায়হান (২৪), জয়নাল (২৪), আব্দুল্লাহ (২৫) এবং বড়ইতলী এলাকার সিরাজ (২৬)।

উদ্ধাররা হলেন, টেকনাফ শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া এলাকার জিয়াবুল হোসেনের ছেলে রাসেল (১৭), রামু খুনিয়াপালং এলাকার মো. সুলতানের ছেলে শাহরিয়াজ ইমন (১৯), উখিয়া জালিয়াপালং মনখালি ৯নং ওয়ার্ডের রফিকের ছেলে মো. ফয়সাল (১৭), উখিয়া মনখালির মো. ইলিয়াসের ছেলে মো. এহসান (১৬), উখিয়া বালুখালি ৯নং রোহিঙ্গা ক্যাম্পের হাসিম উল্লাহর ছেলে নজিম উল্লাহ (১২), একই ক্যাম্পের জাফর আলমের ছেলে শহিদুল আমিন (১৫)।

অভিযানে ৩ টি  ওয়ান শুটার গান, ১ টি একনালা বন্দুক, ৬ রাউন্ড গুলি. ২ টি দেশীয় চাকু উদ্ধার হয়েছে।

বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজারছড়া পাহাড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় অস্ত্রধারী মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। অভিযান চলাকালে মানবপাচার চক্রের হাতে বন্দী ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও চারজন বাংলাদেশি নাগরিক।

উদ্ধারকৃত ভিকটিমরা জানান, রাজমিস্ত্রীর কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাহাড়ে ডেকে নিয়ে আটক করা হয়। পরে মালয়েশিয়া পাঠানোর কথা বলে তিন দিন ধরে তাদের বন্দী করে রাখা হয়েছিল। এ সময় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।

আটক মানবপাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন