Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জে শহীদ জিয়া হল পুনঃনির্মাণের দাবি

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৬:১২ পিএম

নারায়ণগঞ্জে শহীদ জিয়া হল পুনঃনির্মাণের দাবি

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নির্মিত সাংস্কৃতিক কেন্দ্র ‘শহীদ জিয়া হল’ পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে শহীদ জিয়া হলের আংশিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও হলের ফলকে নতুন করে শহীদ জিয়াউর রহমানের ছবি স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

এ সময় মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের নাম মুছে দিতে এবং ইতিহাসকে বিকৃত করতে পরিকল্পিতভাবে নারায়ণগঞ্জের এই সাংস্কৃতিক স্থাপনাটি ধ্বংস করেছে। আমরা দ্রুত এই হল পুনঃনির্মাণের দাবি জানাচ্ছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শওকত খন্দকার, মুসা, মিঠু আহমেদ, ইমন, ওসমান গনি, রানা মুন্সী, রাসেল মনির, কাওসার জুলহাস, কুতুবউদ্দিন, পারভেজ, নিপু, উৎসব, কাজী দেলোয়ারসহ যুবদলের সাবেক নেতাকর্মীরা।

প্রসঙ্গত, ১৯৮১ সালে শহীদ জিয়া হলটি নির্মিত হয়। দ্বিতল বিশিষ্ট এই হলটি একসময় নারায়ণগঞ্জবাসীর সংস্কৃতিচর্চার প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত ছিল। এখানে নিয়মিতভাবে মঞ্চনাটক, যাত্রাপালা, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। তবে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট সরকার ক্ষমতায় আসার পর, হলটির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন