কিশোরগঞ্জে সাংবাদিক নেতাদের ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপি নেতার
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম
ছবি : যুগেরচিন্তা
কিশোরগঞ্জে সাংবাদিক ফোরামের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জেলা শহরের আখড়া বাজার এলাকার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কিশোরগঞ্জে সাংবাদিক ফোরামের নব-নির্বাচিত সভাপতি নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক এসকে রাসেলের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। পরে নব-নির্বাচিত নেতাদের মিষ্টি মুখ করান তিনি।
এসময় নব-নির্বাচিত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক খাইরুল আলম ফয়সাল, কোষাধ্যক্ষ শরফ উদ্দীন জীবন, দপ্তর সম্পাদক মেহবুব মনি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তারেক হাসান, কার্যকরী সদস্য মশিউর কায়েস, সালেক হোসেন রনি, আদি ইসলাম রাকিব, সাব্বির হোসেন, আশরাফুল ইসলাম রাজন, রুবেল হোসেন প্রমুখ।
সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ জেলার সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে গুরুত্ব দেন।
মাজহারুল ইসলাম বলেন, “গণমাধ্যম সমাজের আয়না। সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। মতবিনিময় সভায় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।



