নারায়ণগঞ্জের মানুষ আমার পাশে আছে: বাবুল
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জনসাধারনের কাছে লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে শহরের মিশনপাড়া এলাকা থেকে শুরু করে আমলাপাড়া, কালিরবাজার, দিগুবাজার, ২নং রেল গেইট, উকিলপাড়া, চাষাড়া শহীদ মিনার সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
এসময় লিফলেট বিতরণ শেষে আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জের মানুষ আমার পাশে আছে। আপনারা দেখেছেন, এমন একজন মানুষ নেই যে আমাকে দেখে বুকে জড়িয়ে ধরেনি। আমি নারায়ণঞ্জের মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আমাদের তারুন্যের অহংকার তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো। আগামীতে আমরা তারেক রহমানের নেতৃত্বে তা বাস্তবায়ন করবো। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আমাদের আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি যাতে সুস্থ ভাবে দেশে ফিরে আসতে পানে।



