Logo
Logo
×

সারাদেশ

শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে কামাল হোসেন

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৮:০৮ পিএম

শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে কামাল হোসেন

ছবি : যুগেরচিন্তা

শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে, স্বচ্ছ নেতৃত্বের অঙ্গীকারে- এই প্রতিশ্রুতি নিয়ে আসন্ন ধারিয়ারচর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন২০২৫ এ অভিভাবক সদস্য পদে প্রার্থী হয়েছেন মাওলানা কামাল হোসেন।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এলাকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানায়ী সূত্রে জানা যায়, ধারিয়ারচর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী জুই আক্তারের পিতা মাওলানা কামাল হোসেন। তিনি সৎ শিক্ষানুরাগী ও সচেতন অভিভাবক ও আধ্যাত্মিক জগতের মানুষ।

শিক্ষাক্ষেত্রের উন্নয়ন ও সামাজিক দায়িত্ববোধ থেকেই তিনি অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

কামাল হোসেন বলেন, বিদ্যালয় শুধু পাঠদান নয়, এটি সমাজের উন্নয়ন ও আগামী প্রজন্ম গঠনের কেন্দ্রবিন্দু। শিক্ষকঅভিভাবক সমন্বয় ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। আমি চাই এই বিদ্যালয়কে একটি আদর্শ ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে। অভিভাবক সদস্য হিসেবে সুযোগ পেলে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই। আমি আপনাদের সন্তানদের ভবিষ্যৎ উন্নয়নে কাজ করতে চাই। বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার মান ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধএকজন সচেতন অভিভাবক হিসেবে আমি আপনাদের সাথে মিলে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকুন।’

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, মাওলানা কামাল একজন সৎ শিক্ষানুরাগী ও সচেতন অভিভাবক, নিরপেক্ষ ও সমাজ সচেতন মানুষ। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তার ভূমিকা ইতিবাচক হবে বলে তারা বিশ্বাস করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, আগামী ৮ নভেম্বর (শনিবার) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অভিভাবক সদস্যসহ শিক্ষক প্রতিনিধি ও দাতা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন একাধিক প্রার্থী।

এদিকে, বিদ্যালয়ে নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সবাই আশা করছে, এবারের নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর, শিক্ষানুরাগী ও দায়িত্বশীল ম্যানেজিং কমিটি গঠিত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন