জবি ছাত্রদল নেতার হত্যার প্রতিবাদে পাকুন্দিয়ায় বিক্ষোভ
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পিএম
ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েদ হোসেন খুনের ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) সকালে পাকুন্দিয়া সরকারি কলেজ গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশ থেকে হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতারা।
এসময় ছাত্রদল নেতাকর্মীরা ‘আমার ভাই খুন কেন, ইন্টেরিম জবাব দে, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না,‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’সহ নানান স্লোগান দেন।
বক্তারা বলেন, টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন খুন হয়েছে। আমরা দেখছি এই সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। এই সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। জুবায়েদ হোসেনের হত্যা কাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে জুবায়েরের খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে ইন্টেরিম সরকারকে। আমরা তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জল, সদস্য সচিব শাহীন আলম জনী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম সবুজ, সদস্য সচিব মিজানুর রহমান ফেরদৌস, পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তৌফিকুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক এনামুল হক বিজয় প্রমুখ।
উল্লেখ্য, এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন খুন হন। নিহত জুবায়েদ ওই বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।



