Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই, গ্রেফতার ৫

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৩:০৩ পিএম

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই, গ্রেফতার ৫

ছবি : সংগৃহীত

কক্সবাজারে ভ্রমণে আসা টাঙ্গাইলের এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১০টি মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এমন তথ্য জানিয়েছেন তিনি।

গ্রেফতারকৃতরা হলেনকক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ডিককুল এলাকার দুদু মিয়ার ছেলে মো. বাবুল (২৮), পৌরসভার চেয়ারম্যান ঘাটা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২১), নতুন বাহারছড়ার ফজল করিমের ছেলে মো. সোহেল (২২), কলাতলী এলাকার কালা পুতুর ছেলে মো. সিদ্দিক প্রকাশ কানাইয়া (৪০), টেকপাড়া এলাকার সরোয়ারের ছেলে ইমরান সরোয়ার ইমন (২৫)। গ্রেফতার ৫ জনই পেশাদার ছিনতাইকারী।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, রোববার বিকেলে কক্সবাজারের কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন ছিনতাইকারী সিএনজিচালিত অটোরিকশাযোগে এসে টাঙ্গাইলের এক পর্যটক সাইফুল্লাহকে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি কক্সবাজার জেলা পুলিশের নজরে এলে তৎক্ষণিক কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন একাধিক স্থানে অভিযান পরিচালনা করেঅভিযানে ঘটনায় জড়িত ছিনতাই চক্রেরজন পেশাদার ছিনতাইকরীকে গ্রেফতার করেতাদের কাছ থেকে ১০টি মোবাইলছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন