Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে যুবদলের পাল্টাপাল্টি হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পিএম

রূপগঞ্জে যুবদলের পাল্টাপাল্টি হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক দ্বন্দ্ব, মাছের ঘের দখলকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মাঝে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে

শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার ৩নং ওয়ার্ড কেন্দয়া (মস্তাপুর) এলাকায় এ ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রভাব বিস্তার ও মাছ চাষের ঘের দখল নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় যুবদল নেতা কাউসার মিয়ার সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ যুবদল নেতা বাদশা মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এ ছাড়া শনিবার দুপুরে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা দলের সমাবেশে লোকজন না নেওয়াকে কেন্দ্র করে বাদশা মিয়ার ওপর কাউসার মিয়ার সমর্থকরা ক্ষিপ্ত হয়।

এসব ঘটনার জের ধরে শনিবার রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাদশা, খোকন, তরিকুল, ডালিমসহ কয়েকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটসহ দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই ফরহাদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন