Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার মোবাইলফোনের ডিসপ্লে ও কম্বল জব্দ

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৫:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার মোবাইলফোনের ডিসপ্লে ও কম্বল জব্দ

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযানে ১২ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ও কম্বল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় এ সব চোরাই পণ্য জব্দ করে। সরাইলের কালিকচ্ছে ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

তিনি বলেন, ভোরের দিকে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি পিকআপ চম্পকনগর এলাকায় আসলে বিজিবি সদস্যরা পিকআপটি তল্লাশির জন্য থামায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক ও সহযোগী পালিয়ে যায়।

পরে পিকআপটি থেকে বিশেষভাবে লুকায়িত থাকা ১৫ হাজার ১৯২ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, ১০৭ পিস উন্নতমানের কম্বল পাওয়া যায়। জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক মূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। পণ্যগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমাদানসহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বিজিবি মহাপরিচালকের এই মূলমন্ত্রকে ধারণ করে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও চোরাচালান রোধসহ সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন