Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে সাংবাদিক ফোরামের নব-নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানালেন আবু হানিফ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পিএম

কিশোরগঞ্জে সাংবাদিক ফোরামের নব-নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানালেন আবু হানিফ

ছবি : যুগেরচিন্তা

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাতে জেলা শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় ফোরামের নব-নির্বাচিত সভাপতি নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক এসকে রাসেলের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। পরে নব-নির্বাচিত নেতাদের মিষ্টি মুখ করান তিনি।

এসময় নব-নির্বাচিত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক খাইরুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম পিংকু, কোষাধ্যক্ষ শরফ উদ্দীন জীবন, তথ্য ও প্রচার সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক মেহবুব মনি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তারেক হাসান, কার্যকরী সদস্য মশিউর কায়েস, সালেক হোসেন রনি, আদি ইসলাম রাকিব সাব্বির হোসেন, রুবেল হোসেন প্রমুখ।

এসময় আবু হানিফ সাংবাদিক ফোরামের সদস্যদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং সাংবাদিক সমাজের পেশাগত দায়িত্ব, গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের চর্চা নিয়ে মতবিনিময় করেন।

সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা ও মতামত প্রকাশ করেন, যা পুরো আলোচনা প্রাণবন্ত করে তোলে। এমন উদ্যোগ গণমাধ্যমকর্মীদের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন