জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১২:৩২ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, সাংবিধানিক আইন ও নির্বাচন বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা নেই, তাই এ প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না।
রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে আয়োজিত পুলিশের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না। পাশাপাশি কোনো বিতর্কিত ব্যক্তি আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না বলেও তিনি সতর্ক করেন।
পুলিশের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কেউই এককভাবে বলতে পারবে না, তার বিভাগে কোনো কলঙ্ক নেই। অতীতের দাগ সবখানে রয়েছে। আস্থা ও সমন্বয়ের সংকট কাটিয়ে উঠতে হবে।”
তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব সহ্য করবে না। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনই কমিশনের প্রধান লক্ষ্য। এজন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



