রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:০৩ পিএম
ছবি : রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার-ঢাকা রেল রুটের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মনসুর আলী সিকদার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মনসুর (২৪) রাজারকুল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার ফয়েজ আহমদের ছেলে।
স্থানীয়দের বরাতে রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, সকালে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখি প্রবাল এক্সপ্রেস এর নিচে এক যুবক চাপা পড়ে। এতে ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান।
“ ট্রেনের চাপায় মোহাম্মদ মনসুরের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। “
ট্রেন আসার সময় কিভাবে দূর্ঘটনাটি ঘটেছে তা জানা সম্ভব হয়নি বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। আর ঘটনার ব্যাপারে ব্যবস্থা নিতে রেলওয়ে পুলিশের সংশ্লিষ্টদের কাছে অবহিত করা হয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।



