Logo
Logo
×

সারাদেশ

বগুড়া গাবতলী সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

বগুড়া গাবতলী সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ

উৎসবমুখর পরিবেশে বগুড়ার গাবতলী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় দিনব্যাপী এই অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ প্রাঙ্গণ সেজে ওঠে বর্ণিল সাজে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের শিক্ষক পরিষদের সম্পাদক আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম. কবীর রানা। তিনি বলেন, নবীন শিক্ষার্থীদের মাধ্যমে কলেজের প্রাণচাঞ্চল্য আরও বৃদ্ধি পাবে। শিক্ষা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, নৈতিকতা ও দায়িত্ববোধও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মাহমুদা খাতুন, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান এবং বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ। তারা নবীন শিক্ষার্থীদের শিক্ষা জীবনের নতুন অধ্যায়ে আন্তরিক শুভকামনা জানান এবং অধ্যবসায়ী হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মচারী ও প্রায় সাতশ নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নতুনদের বরণ করে নিতে সিনিয়র শিক্ষার্থীরা পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

সবশেষে কলেজের অধ্যক্ষ প্রফেসর কবীর রানা নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। হাসি-আনন্দে ভরা পরিবেশে নবীন শিক্ষার্থীদের এই প্রথম দিনটি হয়ে ওঠে স্মরণীয় ও অনুপ্রেরণামূলক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন