Logo
Logo
×

সারাদেশ

কুপিয়ে ও তীর মেরে হত্যার শিকার ৩ বাংলাদেশির লাশ ফেরত

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পিএম

কুপিয়ে ও তীর মেরে হত্যার শিকার ৩ বাংলাদেশির লাশ ফেরত

ভারতের ত্রিপুরায় কুপিয়ে ও তীর মেরে হত্যা করা তিন বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে পতাকা বৈঠকের পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে লাশগুলো হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পন্ডিত মিয়া (৪৫) ও কবিলাশপুর গ্রামের আব্দুল কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।

গত বুধবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বিদ্যাবিল এলাকার আদিবাসীরা তিন বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা করেন। পরে ভারতীয় পুলিশ তাদের লাশ উদ্ধার করে সাম্পাহারা থানায় নিয়ে যায়।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ওই তিন বাংলাদেশি সম্ভবত গরু পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন। রাতের অন্ধকারে স্থানীয় জনগণ তাদের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালালে ঘটনাস্থলেই তারা নিহত হন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় বাল্লা সীমান্ত ফাঁড়ির কমান্ডার আবুল খায়েরের নেতৃত্বে পতাকা বৈঠক শেষে বিএসএফের কাছ থেকে লাশগুলো গ্রহণ করে বিজিবি।

এ সময় চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

চুনারুঘাট থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেছেন, ভারতে ময়নাতদন্ত শেষে তিনজনের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। এখানে আনার পর পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আরো কিছু আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন