Logo
Logo
×

সারাদেশ

মিয়ানমারে পাচারকালে ওষুধসহ বাংলাদেশি বিপুল পণ্য জব্দ

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ পিএম

মিয়ানমারে পাচারকালে ওষুধসহ বাংলাদেশি বিপুল পণ্য জব্দ

ছবি : সংগৃহীত

মিয়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশি পণ্য পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট, আলকাতরা, কোমল পানীয় ও ওষুধ সামগ্রী জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৫ অক্টোবর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক মহেশখালী সদর থানাধীন বড়দিয়া সংলগ্ন লবণের ঘোনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকার লবণের ঘোনায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দেওয়া প্রায় ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা সিমেন্ট, ২৩ হাজার ৮৮টি এনার্জি ড্রিংক্স, ২৮৪ গ্যালন আলকাতরা, ৫০০ বোতল জিও ভিটা সিরাপ এবং ১৩৫ কেজি নাইলন সুতা জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান ওই কর্মকর্তা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন