নরসিংদীতে ৪৮০ শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৬:০১ পিএম
ছবি-যুগের চিন্তা
নরসিংদীতে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেছে লংকাবাংলা ফাউন্ডেশন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে মাধবদীর বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে লংকাবাংলা ফাইনান্স নরসিংদী শাখার আয়োজনে শিক্ষার্থীদের হাতে ফলজ বৃক্ষ তুলে দেওয়া হয়।
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন উদ্যোগের অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশন ৪৮০ শিক্ষার্থীর মাঝে এ ফলজ বৃক্ষ বিতরণ করা হয় ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংকাবাংলা ফাইন্যান্সের নরসিংদী শাখা ব্যবস্থাপক মো. শামীম মাহমুদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছবুর, লংকাবাংলা ফাইন্যান্সের নরসিংদী শাখার রিলেশনশীপ ম্যানেজার জুয়েল সাহা, ক্রেডিট এনালিষ্ট মুসাব্বীর মিজান, নুরুল হাসনাত, সাইদুর রহমান, মিল্টন দাস, ফিরোজ মিয়া, মাহাবুব হোসেন।
কর্মসূচিতে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পরিবেশবান্ধব এই উদ্যোগের প্রশংসা করেন। লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশন বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগ প্রকৃতির ভারসাম্য রক্ষা, প্রাণীকুলের আশ্রয়স্থল সৃষ্টি, মাটির উবর্রতা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



