Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে ছিনতাইয়ে জড়িত পুলিশের ‘সাবেক সদস্য’ গ্রেফতার

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম

কক্সবাজারে ছিনতাইয়ে জড়িত পুলিশের ‘সাবেক সদস্য’ গ্রেফতার

কক্সবাজার শহরের কলাতলীতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশের চাকুরিচ্যুত এক সদস্য গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৩ টার দিকে কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়

গ্রেফতারকৃত ইমন চৌধুরী (২১) চট্টগ্রামের মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত ইমরান চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমন চৌধুরী পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিল। গত ২০২৪ সালে সে চাকুরিচ্যুত হয়। বর্তমানে সে কক্সবাজার পুলিশ লাইন্সের সামনে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

কক্সবাজার সদর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি ইলিয়াছ খান বলেন, কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রামের রমজান আলী নামের এক যুবকের কাছ থেকে একটি স্মার্ট ফোন ছিনিয়ে পালানোর চেষ্টা চালায় ইমন। এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ছিনতাইকারীকে ধরতে করতে সক্ষম হয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে তাকে হেফাজতে নেওয়া হয়। গ্রেফতারকৃত ইমন চৌধুরী পুলিশ সদস্য পরিচয়ে স্থানীয়ভাবে ছিনতাই, চাঁদাবাজী ও হয়রানি সহ নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন