আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালাল ডাকাতি মামলার আসামি
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১১:১৮ এএম
নরসিংদী আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যানে ওঠানোর সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে ডাকাতি মামলার এক আসামি। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম সাগর (৩২), তিনি রায়পুরা উপজেলার শ্রীরামপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী কোর্ট পুলিশ পরিদর্শক মো. সাইরুল ইসলাম। তিনি জানান, সাগর ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রায়পুরা থানা পুলিশ তাকে গত রোববার গ্রেপ্তার করে আদালতে হাজির করে। আদালতের কার্যক্রম শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সন্ধ্যায় অন্যান্য আসামিদের সঙ্গে প্রিজনভ্যানে তোলার সময় সাগর কৌশলে হাতকড়া খুলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এ সময় আদালত এলাকায় মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজতখানা থেকে প্রিজনভ্যানে ওঠানোর সময় সুযোগ বুঝে সাগর দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তৎক্ষণাৎ ধাওয়া করলেও তাকে আটক করা সম্ভব হয়নি।
কোর্ট পুলিশ পরিদর্শক সাইরুল ইসলাম বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
উল্লেখ্য, এর আগেও গত ১৪ জুলাই ২০২৫ সালে নরসিংদীর জেলা জজ আদালতে বিদ্যুৎ বিভ্রাটের সুযোগে কাঠগড়ায় থাকা এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আদালত প্রাঙ্গণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।



