কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম
কুড়িগ্রামের রাজারহাটে পুকরের পানিতে ডুবে জাকিয়া খাতুন (৯)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১১টায় উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার জাকির ওরফে রুবেল মিয়ার মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, রোববার শিশু জাকিয়া মাদরাসা থেকে ফিরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে নিখোঁজ হয় সে। পরে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন স্বজনরা। তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক জাকিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।
উমরমজিদ ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল বিষয়টি নিশ্চিত করেছেন।



