Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জকে ঢাকা বিভাগের সঙ্গে রাখতে অবস্থান কর্মসূচি

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পিএম

কিশোরগঞ্জকে ঢাকা বিভাগের সঙ্গে রাখতে অবস্থান কর্মসূচি

ছবি-যুগের চিন্তা

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির দুরভিসন্ধিমূলক প্রস্তাবনা প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনার দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র-জনতা।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ চত্বর শহীদ মিনারে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।


এসময় ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ‘,রক্ত লাগলে রক্ত নে, ঢাকায় রেখে দে,’ 'ঢাকা ঢাকা, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত,’ 'লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই', ‘,প্রয়োজনে জীবন দিব ঢাকায় থেকে যাবো,’ ',সরকারি মহিলা কলেজের অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ',পৌর মহিলা কলেজের অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’,' ওয়ালী নেওয়াজ খান কলেজের অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, 'আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ইত্যাদি স্লোগান দেন।

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মো. জগলুল হাসান চয়নের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা মারুফ, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে নেয়ার প্রস্তাব করা হয়েছে। কিশোরগঞ্জবাসীকে অন্ধকারে রেখে এই পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।কিশোরগঞ্জবাসী সিদ্ধান্ত নিবে তারা কোন বিভাগে থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন