Logo
Logo
×

সারাদেশ

এনসিপি-পরিবহন শ্রমিক পাল্টাপাল্টি কর্মসূচি, ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১১:২৬ এএম

এনসিপি-পরিবহন শ্রমিক পাল্টাপাল্টি কর্মসূচি, ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (১২ অক্টোবর) ভোর ৬টা থেকে ময়মনসিংহের কোনো বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যায়নি, ফলে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশে ময়মনসিংহ-ঢাকা রুটের সব বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

ঘটনার সূত্রপাত হয় শুক্রবার রাতে, যখন হালুয়াঘাটের জুলাইযোদ্ধা আবু রায়হান বাসে ওঠার সময় ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে ধাক্কা লাগে। রায়হান একাধিকবার দুঃখপ্রকাশ করলেও অরুণ ঝন্টু তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে বাস থেকে নামিয়ে দেন। এর প্রতিবাদে রাত ৯টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাসকান্দা বাসস্ট্যান্ডে অবস্থান নেন এবং পরে পুলিশ অরুণ ঝন্টুকে আটক করে।

এরপর শনিবার দুপুরে পরিবহন শ্রমিকরা বাইপাস সড়কে অবরোধ শুরু করে। এতে ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর থেকে ঢাকাগামী সব বাস আটকে পড়ে।

বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা দাবি করেন, শহীদ সাগর হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের জেলা সহসভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তার করতে হবে এবং তার মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস বন্ধ রাখতে হবে। অন্যদিকে পরিবহন শ্রমিকদের দাবি ছিল, আটক শ্রমিককে মুক্তি দিতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পরে ছাত্র প্রতিনিধি ও শ্রমিক নেতাদের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতা হয়। সিদ্ধান্ত হয়, আমিনুল হক শামীমের ১৬টি বাস চলাচল বন্ধ থাকবে। এরপর উভয় পক্ষ আন্দোলন প্রত্যাহার করে নেয়।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব আব্দুর রব আকন্দ রতন জানান, ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন