Logo
Logo
×

সারাদেশ

৪৮ বছরের পত্রিকার এজেন্ট বিশ্বনাথ সাহা'র চিরবিদায়

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পিএম

৪৮ বছরের পত্রিকার এজেন্ট বিশ্বনাথ সাহা'র চিরবিদায়

ছবি : পত্রিকার এজেন্ট বিশ্বনাথ সাহা'র চিরবিদায়

নরসিংদীর রায়পুরা উপজেলার সংবাদ পত্রের প্রবীণ এজেন্ট বিশ্বনাথ সাহা সবাইকে কাদিয়ে পারি জমিয়েছেন না ফেরার দেশে। দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে সংবাদপত্র বিক্রির সঙ্গে যুক্ত এই মানুষটি আজীবন নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

রোদ-বৃষ্টি, ঝড়-শীত কিংবা ঘন কুয়াশা-কোনো বাধাই তাকে থামাতে পারেনি। নিয়মিতভাবে সংবাদপত্র পৌঁছে দিতেন উপজেলার নানা প্রান্তে। রায়পুরার সংবাদ পত্র পরিবেশনে দীর্ঘ ৪৮ বছরের অক্লান্ত শ্রম দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেলেন বিশ্বনাথ সাহা। তার চলে যাওয়া রায়পুরার সংবাদপত্র অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।

স্থানীয় সংবাদকর্মীরা বলেন, বিশ্বনাথ সাহা শুধু একজন পত্রিকা বিক্রেতা ছিলেন না, তিনি ছিলেন সংবাদ জগতের এক নিবেদিত প্রাণ সহযোগী। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন