Logo
Logo
×

সারাদেশ

৮ম হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হলেন বগুড়ার সুপিন বর্মন

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৪:১০ পিএম

৮ম হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হলেন বগুড়ার সুপিন বর্মন

ছবি : হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হলেন বগুড়ার সুপিন বর্মন

ভারতের ৮ম হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫–এ বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক সুপিন বর্মন জুরি বোর্ডের সদস্য হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের ঐতিহাসিক কুরুক্ষেত্র শহরে আগামী ১২ নভেম্বর থেকে শুরু হয়ে উৎসবটি চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

‘সংস্কৃত’-এর আয়োজনে চার দিনব্যাপী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। গত বছরও একই ভেন্যুতে উৎসবের সফল আয়োজন সম্পন্ন হয়। প্রতিবছর এ উৎসব বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতাদের একত্র করে ফিচার ফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও ওয়েব সিরিজ প্রদর্শনের মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রকে হরিয়ানার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে। পাশাপাশি এটি স্থানীয় সংস্কৃতির প্রচার এবং তরুণ নির্মাতাদের অনুপ্রেরণা যোগায়।

জুরি সদস্য ও নির্মাতা সুপিন বর্মন বলেন, গত দুই বছর ধরে হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি অংশ নিয়েছেন। তাঁর নির্মিত বিবর্ণ প্রহর ও আ লেটার অব পোস্টমাস্টার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটি টানা দুই বছর শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে। প্রথমবার কার্নাল শহরে এবং দ্বিতীয়বার কুরুক্ষেত্রে আয়োজিত উৎসবে অংশ নিয়ে দারুণ অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। এবার বিচারকের আসনে বসে অংশ নেওয়া তাঁর জন্য এক ভিন্ন অভিজ্ঞতা হবে বলে জানান সুপিন বর্মন।

তিনি আরও বলেন, এই উৎসবে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো তরুণ–তরুণীদের উচ্ছ্বাসভরা অংশগ্রহণ। হাজার হাজার দর্শকের প্রাণবন্ত উপস্থিতি সত্যিই মুগ্ধ করার মতো।

উৎসব পরিচালক ধার্মেন্দার ডাঙ্গী বলেন, বিভিন্ন দেশের নির্মাতা ও কলাকুশলীরা এখানে অংশগ্রহণ করেন, ফলে সৃষ্টি হয় এক অসাধারণ সাংস্কৃতিক মেলবন্ধন। প্রতিবছর বাংলাদেশের চলচ্চিত্র পেয়ে তাঁরা আনন্দিত। সেই সূত্রে সুপিন বর্মনের সঙ্গে তাঁদের পরিচয়।

তিনি বলেন, সুপিন বর্মন একাধারে চলচ্চিত্র উৎসব আয়োজক ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত নির্মাতা। তাঁর আমন্ত্রণেই আমরা ২০২৩ সালে বাংলাদেশ সফরের সুযোগ পেয়েছিলাম। সুযোগ পেলে আবারও বাংলাদেশে যেতে চাই।

সুপিন বর্মন বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক এবং একাধিক পুরস্কারজয়ী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা। বগুড়ায় বসেই তিনি আন্তর্জাতিক পর্যায়ের নির্মাতা ও কলাকুশলীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। প্রতি বছর তাঁর আয়োজনে বগুড়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্মাতারা অংশ নিতে আসেন।

এবারই প্রথমবারের মতো জুরি সদস্য হিসেবে দেশের বাইরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সুপিন বর্মন। এর আগে তিনি কলকাতার বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের “অঙ্কুর চলচ্চিত্র উৎসব”-এ ফিল্ম সিলেকশন বোর্ডের সদস্য হিসেবে কাজ করেছেন।

ভিসা জটিলতা না থাকলে তিনি আগামী ১০ নভেম্বর হরিয়ানার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন