কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, আহত ১৯
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:৩৩ এএম
কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এমকে সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে পুকুরে পড়ে গেছে। এতে বাসের অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ডাউকিয়া এরাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এমকে সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। ওই বাসে অন্তত ৪৫ জন যাত্রী ছিল। বাসটি কিশোরগঞ্জ সদর উপজেলার ডাউকিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এসময় বাসের অন্তত ১৯ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বাস উদ্ধার করে।
দুর্ঘটনাকবলিত বাসটির কয়েকজন যাত্রী জানান, বাসটি ছাড়ার পর থেকেই বেপরোয়া গতিতে চলছিল। সদর উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ডাউকিয়া এলাকার কাছাকাছি এসে বাসটি আরও এলোমেলোভাবে চলতে থাকে। একপর্যায়ে বাসটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বাসটির বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে ধারণা করছি। ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



