রাজশাহীকে যানজটমুক্ত করতে নওদাপাড়া বাস টার্মিনাল চালুর উদ্যোগ
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
রাজশাহী নগরীর যানজট নিরসনে দূরপাল্লার বাসগুলোকে নওদাপাড়া নতুন বাস টার্মিনালে স্থানান্তরের উদ্যোগে নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল পরিদর্শন করেন।
এ সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) এসএম তুহিনুর আলম ও প্রকল্প পরিচালক আরডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহেল তারিক, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, উপ-কমিশনার নুর আলম সিদ্দিকী, রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হেলাল ও রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি নওদাপাড়া বাস টার্মিনালের অবকাঠামো ঘুরে দেখেন।
এ সময় আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাংবাদিকদের বলেন, রাজশাহীতে প্রতিদিন শত শত দূরপাল্লার বাস শহরে প্রবেশ করে। এতে নগরীর প্রধান সড়কগুলোতে যানজট তৈরি হয়, যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। গত এক বছর ধরে আমরা চেষ্টা করছি যেন সব বাস নওদাপাড়া টার্মিনাল থেকে যাতায়াত করে। কিন্তু পরিবহণগুলি এখনো নগরীর ভেতর থেকে যাত্রী উঠানামা করছে। তবে আমরা স্পষ্ট করে বলছি দূরপাল্লার বাস কাউন্টার নগরীর যেকোনো স্থানে থাকতে পারে কিন্তু কিন্তু যাত্রী উঠানামা অবশ্যই নওদাপাড়া টার্মিনাল থেকে করতে হবে। ঢাকা নগরীতে কাউন্টারের সামনে কোনো বাস থাকে না, সব যাত্রী উঠানামা করে নির্দিষ্ট টার্মিনাল থেকে। রাজশাহীতেও সেটা করা সম্ভব।
পুলিশ কমিশনার আরও জানান, বাস টার্মিনাল নগরীর ভেতর থেকে সরিয়ে নিতে আমরা একাধিকবার পরিবহণ মালিক সমিতির ও মোটর শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছি। তারা নানা অজুহাত নগরীর ভেতর থেকে টার্মিনাল সরাচ্ছেন না। কিন্তু নগরীতে যানজট নিরসনের স্বার্থে সবাইকে নিয়ম মানতে হবে। দ্রুত সময়ে নগরী থেকে টার্মিনাল সরিয়ে নওদাপাড়া টার্মিনালে যেতে হবে।
এ সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এসএম তুহিনুর আলম বলেন, নগরীর উপকণ্ঠে নওদাপাড়া বাস টার্মিনালটি নির্মাণ করা হয়েছিল নগরী যাতে যানজটমুক্ত থাকতে পারে। কিন্তু মালিক ও শ্রমিকরা অপ্রতুল সুবিধার অজুহাতে এতদিন দূরপাল্লার বাস গুলিতে যাত্রী উঠানামা করায় না। নওদাপাড়া টার্মিনালটি আধুনিকায়নের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগির নওদাপাড়া টার্মিনালটির অবকাঠামো উন্নয়ন করা হবে।
তিনি বলেন, এখানে যাত্রীদের সকল সুযোগ সুবিধা থাকবে। তখন এখান থেকেই দূরপাল্লার সব বাস চলাচল করতে কোনো সমস্যা হবে না। নতুন করে কাউন্টার যাত্রী বিশ্রামাগারসহ সব সুবিধা থাকবে। যানজটমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য।
রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হেলাল বলেন, যাত্রীদের সুবিধার জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয়ে নওদাপাড়া বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে। কিন্তু টার্মিনালের সামনে গড়ে ওঠা দোকানগুলো যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছে।
তিনি দাবি করেন, বর্তমানে টার্মিনালে যাত্রীদের বসার জায়গা, চলাচলের সুব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা ও শৌচাগার ঠিকভাবে চালু হয়নি। এইসব সুবিধা না থাকলে যাত্রীরা কষ্ট পাবেন। এই দোকানগুলো অপসারণ করা হলে আমরা দূরপাল্লার সব বাস কাউন্টারগুলো এখানেই নিয়ে আসব। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেই টার্মিনালটি ব্যবহার করা উচিত।



