কক্সবাজারের পরিবেশ রক্ষায় বেলার মতবিনিময়
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:২৫ পিএম
ছবি-যুগের চিন্তা
কক্সবাজারের পরিবেশ ও প্রতিবেশ বিপর্যয় রোধে করণীয় বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেসরকারি পরিবেশবাদী সংগঠন বেলা (বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ অ্যাসোসিয়েশন)-এর উদ্যোগে হোটেল ওশান প্যারাডাইসের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ সালাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এবং কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা।
সভায় পরিবেশ অধিদপ্তর, বনবিভাগ, জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। সভাপতিত্ব করেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল।
বক্তারা বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই শহরটিকে বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা সৈকত দখল রোধ, হোটেল-মোটেলে এসটিপি স্থাপন, পাহাড় ও বন সংরক্ষণ, এবং টেকসই নগর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, পর্যটন উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা না করলে কক্সবাজার তার প্রাকৃতিক সৌন্দর্য হারাবে। এজন্য সরকার, ব্যবসায়ী ও নাগরিক সমাজ সবাইকে একসাথে কাজ করতে হবে।
সভায় বক্তারা, কক্সবাজারকে একটি পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ঐক্যমত প্রকাশ করেন।



