Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মশালায় প্রচারে ঘাটতি, সাংবাদিকদের ক্ষোভ

Icon

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম

কিশোরগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মশালায় প্রচারে ঘাটতি, সাংবাদিকদের ক্ষোভ

ছবি : কিশোরগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মশালায় প্রচারে ঘাটতি

ইউনিসেফের আর্থিক সহায়তায় ও জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের Consultation Workshop ঘিরে দেখা দিয়েছে তীব্র প্রশ্ন আর ক্ষোভ। সরকারি অর্থে আয়োজন হলেও প্রচারে ঘাটতি আর নির্বাচিত কিছু সাংবাদিককে আমন্ত্রণের অভিযোগে সরব স্থানীয় সাংবাদিক সমাজ।

গত (০৭ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান (যুগ্মসচিব)।

শিশুর টিকাদান কর্মসূচির সাফল্য তুলে ধরা হলেও, উপস্থিত সাংবাদিক ও অংশগ্রহণকারীরা অভিযোগ তোলেন— এসব কর্মশালা এখন রুটিনমাফিক অনুষ্ঠান ছাড়া আর কিছু নয়। মাঠপর্যায়ে এর বাস্তব কোনো প্রভাব দেখা যাচ্ছে না।

“তথ্য নয়, ফরমালিটি” — সাংবাদিকদের অভিযোগ:

একাধিক স্থানীয় সাংবাদিকের অভিযোগ, একই বিষয়ের ওপর বছরজুড়ে সেমিনার ও কর্মশালা হলেও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এখনো টিকা সংকট ও সেবা জটিলতা রয়ে গেছে। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রচার বাড়ানোর নামে সরকারি টাকায় অনুষ্ঠান হয়, কিন্তু মাঠে কাজের প্রভাব নেই। কিছু সাংবাদিককে ডেকে বাকিদের বাদ দেওয়া হয়। তথ্যের বদলে ফরমালিটি আর ছবিই বড় হয়ে ওঠে।”

“উপকারভোগী কারা?” — উঠছে জনমনে প্রশ্ন:

স্থানীয় মহলে এখন প্রশ্ন— সরকারি অর্থে আয়োজন করা এসব অনুষ্ঠানের আসল উপকারভোগী আসলে কারা?

বিশ্লেষকরা বলছেন, উন্নয়নমূলক প্রচারণা সফল করতে হলে শুধু সেমিনার নয়, বাস্তব সমস্যার সমাধান ও মাঠপর্যায়ের নজরদারি বাড়ানোই জরুরি। জনগণের জীবনে প্রভাব ফেলতে পারে এমন উদ্যোগই এখন সময়ের দাবি।

এ বিষয়ে জেলা তথ্য অফিসার মো. সাইফুল আলম বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল প্রচার বাড়ানো। জেলা প্রশাসকের দেওয়া তালিকা অনুযায়ী সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রচার আশানুরূপ হয়নি— এটা স্বীকার করছি। ভবিষ্যতে যারা বাদ পড়েছেন, তাদের যুক্ত করা হবে।”

এ বিষয়ে মন্তব্য জানতে জেলা প্রশাসক ফৌজিয়া খানকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন