Logo
Logo
×

সারাদেশ

সখীপুরে ট্রান্সফরমার চোর ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১১:৩৪ এএম

সখীপুরে ট্রান্সফরমার চোর ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

টাঙ্গাইলের সখীপুরে গত দুই মাসে অন্তত চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। বারবার এমন ঘটনা ঘটায় চোর ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ। এ নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।

বৃহস্পতিবার বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর তালুকদার বিষয়টি **আজকের পত্রিকাকে** নিশ্চিত করেছেন।

বিউবো সূত্রে জানা গেছে, সখীপুর থেকে ১৭টি ফিডারের মাধ্যমে পার্শ্ববর্তী আটটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। সম্প্রতি কালিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী এবং ঢাকা–সখীপুর আঞ্চলিক মহাসড়কের বোয়ালী এলাকায় চারটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এছাড়া ৫ অক্টোবর রাতে উপজেলার বহুরিয়া মধ্যপাড়া এবং ২৯ সেপ্টেম্বর কচুয়া পুকুরপাড় এলাকায় ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

ক্রমাগত ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় এক বিদ্যুৎ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চলতি বছরের প্রথম ৯ মাসে সখীপুর উপজেলায় অন্তত ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে।

বোয়ালী গ্রামের বাসিন্দা লিটন তালুকদার বলেন, সড়কের পাশে খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি সকালে দেখি নেই। আশপাশের ঝোপঝাড়ে শুধু বাইরের খোসা পড়ে আছে। ভেতরের তার ও যন্ত্রাংশ চোরেরা নিয়ে গেছে।

এ বিষয়ে সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর তালুকদার বলেন, ট্রান্সফরমার চুরির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই, তবে এখনো চোর চক্রের কোনো তথ্য মেলেনি। চুরি ঠেকাতে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে অতিরিক্ত পাহারার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতার জন্য মাইকিং চলছে এবং মসজিদের ইমামদের মাধ্যমেও মানুষকে সতর্ক করা হচ্ছে।

তিনি আরও বলেন, চোর ধরিয়ে দিতে পারলে ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দিয়েছি। স্থানীয়দের সহযোগিতা পেলে এ ধরনের চুরি রোধ করা সম্ভব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন