Logo
Logo
×

সারাদেশ

কন্যাশিশুরা আগের চেয়ে সচেতন ও সাহসী: ডিসি জাহিদুল ইসলাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট:

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পিএম

কন্যাশিশুরা আগের চেয়ে সচেতন ও সাহসী: ডিসি জাহিদুল ইসলাম

ছবি-যুগের চিন্তা

‘আমি কন্যাশিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি ও সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, চ্যালেঞ্জ দেখে ভয় পাওয়া যাবে না। চ্যালেঞ্জ মোকাবিলা করেই সফলতা অর্জন করতে হবে। মেধা দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করে সমাজকে আলোকিত করতে হবে। কোনো পথই কন্টকমুক্ত নয়।

তিনি আরও বলেন, বর্তমানে কন্যাশিশুরা আগের চেয়ে অনেক সচেতন ও সাহসী। তারাই অধিকার আদায়ে রাস্তায় নেমে আসছে। এটাই আমাদের সমাজের ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন। দেশ গঠনে নারী-পুরুষ সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মো.আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নেছা, অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান, জেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম আঞ্জুমান আরা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সমাজসেবকবৃন্দ। পরে আলোচনা শেষে ১০ জন সুবিধাবঞ্চিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন