Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে ড্রাম ড্রাম চোলাই মদ জব্দ করে ধংস

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৬:২২ পিএম

গাজীপুরে ড্রাম ড্রাম চোলাই মদ জব্দ করে ধংস

ছবি-সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযানে ড্রামভর্তি বিপুল চোলাই মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে প্রায় ১৫ হাজার লিটার চোলাই মদ ধ্বংস করা হয় এবং ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার ঠাকুরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর মৌচাক ক্যাম্পের ক্যাপ্টেন আরমান। এ সময় বিজিবি,কালিয়াকৈর থানা পুলিশ ও মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। যৌথবাহিনীর সদস্যরা মাটি খুঁড়ে একে একে উদ্ধার করেন ড্রাম ভর্তি চোলাই মদ। পরে জনসম্মুখে ওই মদ ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঠাকুরপাড়া গ্রামের কিছু মানুষ বসতবাড়ি, পুকুরপাড় ও বাগানের মাটির নিচে গোপনে চোলাই মদ তৈরি করে আসছিল। প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘ সময় ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তারা। স্থানীয়রা জানান, এসব অবৈধ মদের কারণে এলাকার যুবসমাজ ধীরে ধীরে বিপথগামী হয়ে পড়ছিল।

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ড্রাম ড্রাম চোলাই মদ

এদিকে অভিযানের ফলে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন,প্রশাসনের এমন ধারাবাহিক অভিযান চলতে থাকলে চোলাই মদের মতো মাদকব্যবসা পুরোপুরি বন্ধ হবে। অভিযান শেষে যৌথবাহিনীর সদস্যরা আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন,চোলাই মদ উদ্ধারের ঘটনায় ছয়জনকে আটক করা হয়। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন