ছবি : সংগৃহীত
বগুড়ায় ৭৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ফুলদিঘী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো. মানিক( ৩৫)। তিনি শাজাহানপুর উপজেলার বয়রাদিঘী এলাকাত আলিম উদ্দিনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মানিক নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।



