বগুড়ায় ৭ দফা দাবিতে মূক-বধির সংঘের অবস্থান কর্মসূচি
বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পিএম
ছবি : বগুড়ায় ৭ দফা দাবিতে মূক-বধির সংঘের অবস্থান কর্মসূচি
৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বগুড়া মূক-বধির সংঘ। বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংঘের সভাপতি রায়হান আহম্মেদ তালুকদার রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ উল আলমের সঞ্চালনায় এতে সংঘের অর্ধশতাধিক সদস্য অংশ নেন।
কর্মসূচিতে তারা দাবি জানান- সংস্থার নামে নিজস্ব কার্যালয় স্থাপনে সরকারি ভূমি বরাদ্দ, দরিদ্র ও ভবঘুরে বধির সদস্যদের আত্মকর্মসংস্থান ও আবাসন সহায়তা, সকল বধির সদস্যদের সামাজিক নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিতকরণ, ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় থেকে ভিজিএফ কার্ড ও খাদ্যসামগ্রী বরাদ্দ, স্থানীয় গণপরিবহনে হাফ ভাড়ার ব্যবস্থা, ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিলি ব্যাংক থেকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান এবং জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকায় আসন্ন ১৫ দফা দাবিতে মহাসমাবেশে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করা।
অবস্থান কর্মসূচি শেষে বগুড়া মূক-বধির সংঘের সদস্যরা জেলা প্রশাসক হোসনা আফরোজার নিকট স্মারকলিপি প্রদান করেন।



