Logo
Logo
×

সারাদেশ

দেশ আজ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে : এডভোকেট জালাল

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পিএম

দেশ আজ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে : এডভোকেট জালাল

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সদ্য সাবেক সহসভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জালাল উদ্দিন বলেছেন, এই দেশ আজ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে। পতিত স্বৈরাচার হাসিনার শাসন আমলে বাকস্বাধীনতা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল এদেশের মানুষ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা  প্রচারে মঙ্গলবার (০৭ অক্টোবর) কটিয়াদী উপজেলার বিভিন্ন হাটবাজার, জনবহুল এলাকা ও প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও ভবিষ্যৎ রাষ্ট্র মেরামতের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

এসময় এডভোকেট জালাল উদ্দিন বলেন, ‘বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা। এই লক্ষ্যে আমরা মাঠে নেমেছি, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।’

এডভোকেট জালাল উদ্দিন আরও বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। এই শক্তির জাগরণ ঘটলেই দেশের ভাগ্য বদলানো সম্ভব।

উপজেলা বিএনপির সভাপতি দিলীপ খান বলেন, বিগত সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম ও জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. জালাল উদ্দিন জালাল ভাইয়ের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। আরও যারা প্রার্থী আছেন তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব।

প্রচারণায় অংশ নেন পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা লিফলেট বিতরণ করেন এবং পথসভা ও গণসংযোগের মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে দলের ৩১ দফার মূল বার্তা পৌঁছে দেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, তারেক রহমানের ঘোষিত রূপরেখা অনুযায়ী দেশের প্রতিটি এলাকায় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে এ কর্মসূচি চালিয়ে যেতে চায় বিএনপি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন